শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে এসআই গুলিবিদ্ধ

সুজন কৈরী: রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে ওবায়দুর রহমান নামের পুলিশের এক এসআই গুলিবিদ্ধ হয়েছেন। তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পিস্তল পরিস্কারের সময় অসাবধানতা এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অপর এক পুলিশ সদস্যের গুলিতে ওবায়দুর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় স্কয়ার হাসপাতালে।

জানা গেছে, গুলিবিদ্ধ এসআই ওবায়দুর রহমান ২০১৬ সাল থেকে আহাদ পুলিশ বক্সের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। দুপুরে অপর পুলিশ সদস্য পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মো. সাইফুল ইসলামের পিস্তলের গুলিতে আহত হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, এসআই ওবায়দুরের ২ পায়ে হাঁটু বরাবর গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দিয়ে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

ডিএমপির মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান বলেন, এটা একটা দুর্ঘটনা। আমাদের এক পুলিশ সদস্য তার পিস্তল পরিস্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশেই থাকা এসআই ওবায়দুরের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার পরই ওবায়দুরকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। চিকিৎসকরা গুলি বের করেছেন। ওবায়দুরের শারীরিক অবস্থা ভাল আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়