শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোকা-রিভারপ্লেট সংঘর্ষে জড়িয়েছে ফিফাও!

স্পোর্টস ডেস্ক : কোপা লিবার্তোদোরেসের ফাইনাল নিয়ে নাটক চরমে পৌঁছে গেছে। বোকা জুনিয়র্স কর্মকর্তারা তাদের বাসে ভয়ঙ্কর হামলার জন্য ইতিমধ্যেই রিভার প্লেটকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরই মধ্যে আবার বোমা ফাটিয়েছেন রিভার প্লেট প্রেসিডেন্ট। বলছেন, রোববার যখন বোকা জুনিয়র্স তাদের অধিনায়কসহ কয়েকজন খেলোয়াড় আহত বলে খেলতে চায়নি। তখন খেলা চালানোর জন্য বলেছিলেন স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি তিনি নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন।

রিভার প্রেসিডেন্ট রোদেল্ফো দোনোফ্রিও’র কথায়, ‘আহত থাকার কারণে কোনো খেলোয়াড়কে ছাড়া যাতে বোকাকে মাঠে নামতে না হয়, সেটা মেনে নিয়েছিলাম। আসলে ম্যাচ রোববার করার জন্য জোর চাপাচাপি করেছিলেন ফিফা প্রেসিডেন্ট নিজেই।’

ইনফান্তিনো অবশ্য আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’ দেখতে বুয়েন্স আয়ার্সেই উপস্থিত ছিলেন। তিনি এমন অভিযোগ অস্বীকার করেছেন।

একটি আর্জেন্টাইন পত্রিকাকে ইনফান্তিনো বলেছেন, ‘একটি বিষয় পরিস্কার করতে চাই। খেলা চালিয়ে নেয়ার যে মিথ্যা গুজব ছড়িয়েছে সেটা আসলে ঠিক নয়। আমি খেলা চালিয়ে নেয়া বা নিষেধাজ্ঞার কোনো হুমকি কাউকে দেইনি। কারণ এই ব্যাপারে সিদ্ধান্তটা লাতিন আমেরিকার ফুটবল সংস্থা-কনমেবলের, ফিফার নয়।’

বোকা জুনিয়র্সের বাসে হামলার ঘটনায় এই মুহূর্তে দারুণ চাপে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা-কনমেবল। এই মহাদেশের চ্যাম্পিয়ন দলেরই ১৮ ডিসেম্বর খেলার কথা বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে।

এবারের বিশ্ব ক্লাব কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আর্জেন্টিনায় যেহেতু ঝামেলা হচ্ছে, তাই সেখানে এক সময় রটে যায়, লিবার্তোদোরেসের ফাইনাল মরুর দেশেই করা যেতে পারে। ফাইনাল কবে, কোথায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা মঙ্গলবার।

রোববার বোকা জুনিয়রের খেলোয়াড়দের বহন করা বাসে হামলা করে রিভার প্লেট সমর্থকেরা। ওই বাসে থাকা বোকার খেলোয়াড়েরা আহত হন। যার মধ্যে আছেন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও।

রিভার প্লেটের সমর্থকের পিপার স্প্রে ছুঁড়ে মারে বোকার খেলোয়াড়দের চোখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। বোকার পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষে খেলা সম্ভব নয়। পরে ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়। কিন্তু বোকার খেলোয়াড়রা সুস্থ না হওয়ায় ম্যাচ অনির্ধারিত সময়ের জন্য পিছিয়ে যায়।
বোকার মাঠে হওয়া ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়। প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যাওযায় ওই ম্যাচও ২৪ ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছিল। চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়