শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার মনোনয়ন বাতিল করবে নির্বাচন কমিশন : হাবিবুর রহমান হাবিব

উল্লাস মূর্তজা : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩ টি আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, কিন্তু নির্বাচন কমিশন তা বাতিল করবে। কারণ বেগম খালেদা জিয়ার জামিন শুনানির তারিখ দিয়েছে আগামী ১০ জানুয়ারি, অর্থাৎ নির্বাচনের পরে। মঙ্গলবার সকালে ‘নিউজ ২৪’-এর ‘টকশো’তে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ৫০ বা ৫৫ জন যে সমস্ত আসনে মন্ত্রী আছেন সে সকল জায়গায় বিএনপির প্রার্থীগুলোকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। বিরোধীদল হয়ে ৩০০ আসনের পেছনের দৌড়ানো যুক্তিযুক্ত বলে মনে করেন না তিনি। তিনি বলেন, আমাদের ঐক্যফ্রন্ট এবং জোটসহ টার্গেট করতে হবে কমপক্ষে ১৫১ টা আসন’।

‘সুষ্ঠু নির্বাচন হলে, তারেক রহমান ৫০টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করলে ৫০টি আসনেই তিনি নির্বাচিত হবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এবার নির্বাচন করতে পারছেন না। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ওনার হাত দিয়ে শুরু হয়েছে। অথচ বেগম জিয়া আজ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারছেন না’ বলে জানান হাবিবুর রহমান হাবিব।

বিএনপির অনেক আসনে ২/৩ জন করে প্রার্থী দিয়েছে এ প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আসলে এটা দলীয় সিদ্ধান্ত। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ২/৩ জনকে একই আসনে মনোনয়ন দেওয়ার মানে ঐ আসনটা ৯০ ভাগ না পাওয়ার সম্ভাবনা ধরে নেওয়া হচ্ছে। আমার আসন (পাবনা -৪) ঐ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ভূমি মন্ত্রী, তিনি ৪ বার ঐ আসন থেকে নির্বাচিত হয়েছেন। ওনার বিরুদ্ধে নির্বাচন করতে হবে। আমি নির্দ্বিধায় বলতে পারি আমি ছাড়া আওয়ামী লীগের প্রার্থীর সাথে কেউ প্রতিযোগিতা করতে পারবে না। বর্তমান যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যমুনা টেলিভিশন দুর্নীতির সিরিয়াল প্রচার করেছিলো তাই তার মনোনয়ন পাওয়ার কথাই ছিলনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়