Skip to main content

সাকিবের উন্নতি হলেও অবনতি মুস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক : আইসিসির টি-টোয়েন্টি বোলারের র‌্যাঙ্কিংয়ে সেরা বিশ বোলারের মধ্যে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার সেরা বিশ থেকে দূরে সরে গেলেন তিনি। তবে এই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উন্নীত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগে এগারতম অবস্থানে থাকলেও নতুন র‌্যাঙ্কিংয়ে দশম অবস্থানে আছেন তিনি। তবে মুস্তাফিজুর রহমানের নতুন অবস্থান ২২ নম্বরে (আগে ছিলেন ১৮ নম্বরে)। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৩৩ এবং ৫৯৮। তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছেন ভারতীয় স্পিনার কুলদিপ যাদব। ২৩ বছর বয়সী এই স্পিনার ২০ ধাপ এগিয়ে এসেছেন। এছাড়া অজি স্পিনার অ্যাডাম জাম্পা ১৭ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে এসেছেন। এ’দুজনের কারণে সেরা বিশ থেকে ছিটকে গিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের দুই সাবেক সতীর্থ মুস্তাফিজ এবং ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তালিকার শীর্ষে যথারীতি আছেন আফগান স্পিনার রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৯৩। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শাদাব খান। তার রেটিং পয়েন্ট ৭৫২।