শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৯:৪১ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পাওয়া মনজু আর দল বদলাবেন না!

কালের কন্ঠ : বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এম মনজুর আলম মনজু এবার চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়রকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন ডা. আফসারুল আমিন।

দল বদল করে হঠাৎ আওয়ামী লীগে যোগ দেওয়া মনজুর মনোনয়ন না পাওয়া নিয়ে অবশ্য নানা ধরনের আলোচনা শুরু হয়েছে চট্টগ্রামে। কেউ বলছেন, তিনি হয়তো বিএনপিতে ফিরে যাবেন। কেউ আবার মনে করেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। তবে মনজু দাবি করেছেন, তিনি কোথাও যাবেন না; আওয়ামী লীগেই থাকবেন। আর দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁর হয়েই কাজ করবেন।

শিল্পপতি মনজু ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে জিততে পারেননি। এর দেড় বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান তিনি। না পেয়ে বিএনপির দিকে ঝুঁকেছিলেন এবং মেয়র হয়েছিলেন।

অনেকে বলেছেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে ৪৫ বছরই আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত ছিলেন মনজুর। তবে এখন রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি মনজুকে নিয়েও নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে মনে করেন অনেকে।

২০১৫ সালের ২৮ এপ্রিল মনজু ঘোষণা দেন, তিনি আর রাজনীতি করবেন না। কিন্তু এর প্রায় সাড়ে ৩ বছর পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন। এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষের আগ্রহ ছিল। বিভিন্ন এজেন্সি ও জনমত জরিপেও আমি এগিয়ে ছিলাম। এ ছাড়া নির্বাচনী এলাকার মানুষের অধীর আগ্রহের কারণে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু দল থেকে যাঁকে মনোনয়ন দিয়েছে, আমি তাঁকে সহযোগিতা করব।’

আবার দল পাল্টাচ্ছেন কি না—এমন প্রশ্নে মনজুর আলম বলেন, ‘আমার বয়স এখন ৬৫ বছর। ছোটবেলা থেকেই ঐতিহাসিক ছয় দফাসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলাম। মাঝখানের পাঁচ বছর (বিএনপি টিকিটে মেয়র প্রার্থী ও ওই দলের কেন্দ্রীয় পদে আসীন) বাদ দিলে ৪৫ বছরের বেশি সময় তো আমি আওয়ামী লীগের রাজনীতিই করেছি। এখন আর কোথায় যাব, আওয়ামী লীগেই আছি। আওয়ামী লীগই আমার শেষ ঠিকানা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়