শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. মোজাম্মেল মনোনয়ন পাওয়ায় শরণখোলায় যুবলীগের আনন্দ র‌্যালি

নইন আবু নাঈম, শরখোলা (বাগেরহাট): বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে পঞ্চমবারের মতো ডা. মোজাম্মেল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় শরণখোলায় রং মেখে বাদ্য বাজিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের আয়োজনে রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়ক থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা বাদল চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল কবির কিচলু, স্বেচ্ছ্বাসেবক লীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, আবু হানিফ প্রমুখ।
বক্তারা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-৪ আসন থেকে পর পর চারবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়