শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাষককে হাতুড়ি পেটা ছাত্রলীগ নেতার

ডেস্ক রিপোর্ট : নাটোরের নলডাঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ১০-১২ জনের একটি হেলমেট বাহিনীর হাতুড়ি পেটায় সেনভাগ ফাযিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শুকুর আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নাটোরের নলডাঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ দশ থেকে বারো জনের একটি হেলমেট বাহিনী উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের অধিবাসী সেনভাগ ফাযিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শুকুর আলীকে ধাওয়া করে।

ছাত্রলীগ নেতা এ সময় মাদরাসা শিক্ষককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলি থেকে বাঁচতে দৌঁড়ে পালানোর সময় পড়ে গেলে ছাত্রলীগ নেতা আনিসুর ও তার সহযোগীরা মাদরাসা শিক্ষক শুকুর আলীকে হাতুড়ি দিয়ে নির্বিচারে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নাটোর আধুুিনক সদর হাসপাতালে ভর্তি করে। হামলাকারী ছাত্রলীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ঘনিষ্ঠ সহযোগী।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সেখানে গুলি বর্ষণের কোন ঘটনা ঘটে নাই। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়