শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০৩:৫১ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক নিয়ে শ্রীমঙ্গলে আব্দুস শহীদের শোডাউন

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে সোমবার নিজ এলাকা শ্রীমঙ্গলে ফিরেছেন সাবেক চীফ হইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। সোমবার দুপুরে শ্রীমঙ্গলে আসনে তিনি। এসময় গাড়িতে প্রতীক বেঁধে ব্যাপক শেডাউন দেয় দলীয় কর্মীরা।

সোমবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর পথে রওয়ানা দেন তিনি। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মুছাই বাজার (শ্রীমঙ্গলের প্রবেশ মুখ) এলাকায় আসার পর দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রায় দেড় শতাধিক গাড়ির বহর নিয়ে আব্দুস শহীদকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। এরপর এই নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিয়ে শ্রীমঙ্গল আসেন তিনি। এসময় তার গাড়ি বহরের একটি গাড়িতে নৌকা প্রতিক লাগানো ছিলো। পরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে এসে তিনি একটি পথসভা করেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন। এসময় শ্রীমঙ্গল কলেজ সড়কের একাংশ বন্ধ থাকে।

এদিকে দেড় শতাধিক গাড়ি বহর নিয়ে আসার কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রতীক বরাদ্ধের আগেই শোডাউন ও প্রতীক প্রদর্শনে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে কী না তা জানতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর তিনি খোজ নিয়ে জেনেছেন যে শোভাযাত্রা ও পথসভা শ্রীমঙ্গলে হয়নি বরং হবিগঞ্জে হয়েছে, তবে আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সব প্রার্থীকে সতর্ক করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়