Skip to main content

প্রচার-প্রচারণায় এগিয়ে থাকলেও মেলেনি নৌকার টিকেট

প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা ইস্যুতে রাজপথে সোচ্চার দেখা গেছে রোকেয়া প্রাচীকে। ২০১৪ সালে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। এবার সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জোর প্রস্তুতি নিয়েছিলেন। তিন বছর ধরে ফেনী-৩ আসনের আনাচকানাচে মানুষের সঙ্গে নানা ইস্যুতে কথা বলেছেন, জনসংযোগ করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালনকারী রোকেয়া প্রাচী এবার ফেনী-৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু এ আসনে আওয়ামী লীগ থেকে এখনো পর্যন্ত কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, এ আসন থেকে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ২০০৭ সালে এক-এগারোর সময় আলোচিত এই সেনা কর্মকর্তা এখন অবসরে আছেন। তাঁর পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম নেওয়ার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। পরদিন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। আজ সোমবার সকালে রোকেয়া প্রাচী বলেন, ‘আমার তো দলের পদ আছে। কাজ করে যাব। কাজ থামবে না। নৌকার জন্য, আপার (শেখ হাসিনা) জন্য, এলাকার তরুণ প্রজন্ম আর নারীদের জন্য কাজ করে যব। রাজনীতিবিদের তো কাজ থেমে থাকার না। আমার কাছে নৌকার বিজয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।’ ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন গত শতকের আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার। মনোনয়ন ফরম নেওয়ার আগে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি ছিল। এ আসনকে নৌকার জন্য অনেক চ্যালেঞ্জিং বলেও প্রথম আলোকে জানিয়েছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, নিজের এমপি হওয়ার চেয়ে এলাকার উন্নয়নে, নৌকার জয়ের জন্য কাজ করাটাই তাঁর প্রধান লক্ষ্য। মনোনয়ন পেলাম, এমপি হলাম, নাকি মন্ত্রী হলাম—এসব নিয়ে কোনো ভাবনা নেই।

অন্যান্য সংবাদ