শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইনের অনুমোদন মন্ত্রিসভায়

আনিস তপন : বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৮’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বেঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের মেয়াদ কমিয়ে এ সংক্রান্ত আইনের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত আইনে পরিচালনা পর্ষদের মেয়াদ তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। তিনি বলেন, আগে চলচ্চিত্রের সংজ্ঞায় বলা ছিল, সেলুলয়েড, এনালগ, ডিজিটাল বা অন্য যেকোনো মাধ্যমে নির্মিত চলচ্চিত্র। এখন সেখানে এনালগ শব্দ বাদ দিয়ে নতুন সংজ্ঞায় চলচ্চিত্র অর্থ সেলুলয়েড, ডিজিটাল বা অন্য যেকোনো মাধ্যমে নির্মিত চলচ্চিত্রকে বোঝাবে। সচিব বলেন, পরিচালনা পর্ষদে সরকার মনোনীত বিশিষ্ট সাংবাদিক শব্দ পরিবর্তন করে গণমাধ্যম ব্যক্তিত্ব শব্দ সংযোজন করা হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, বর্তমান আইনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদে কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ৭ জন বরেণ্য ব্যক্তিকে সরকার কর্তৃক মনোনীত করার কথা বলা হয়েছে। এখন সেটা পরিবর্তন করে সরকার কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের একজন শিক্ষক, একজন চলচ্চিত্র নির্মাতাসহ কমকক্ষে ৪ জন এবং সর্বোচ্চ ৬ জন চলচ্চিত্র সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তির কথা বলা হয়েছে। ফলে এ ইনস্টিটিউটের শিক্ষক প্রতিনিধি নিশ্চিত হবে এবং এর সঙ্গে চলচ্চিত্র নির্মাতাদের সম্পৃক্ততা থাকবে। তাছাড়া সরকার মনোনীত বেসরকারি গণমাধ্যমের একজন প্রতিনিধির জায়গায় বেসরকারি শব্দটি বিলুপ্ত করে সরকার কর্তৃক মনোনীত গণমাধ্যমের একজন প্রতিনিধি করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়