শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানক-সাদেকের বিরোধ মেটাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আনিসুর রহমান তপন : ঢাকা-১৩ আসনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই নেতার বিরোধ মেটাতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে নিজ দফতরে যাওয়ার পথে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার সিনিয়র এক সদস্য জানান, মনোনয়ন নিয়ে ঢাকা-১৩ আসনের দুই প্রার্থী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও মহানগর আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক সাদেক খানের মধ্যে মতবিরোধ ও দ্বন্দ্বমিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারবে না। নেতৃত্বে বিরোধ থাকলে ভোটাররা দ্বিধাবিভক্ত হয়। এ প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, ভোটররা দ্বিধাবিভক্ত থাকলে এর সুফল ভোগ করবে বিরোধী পক্ষ। তাই এখনই বিরোধ মিটিয়ে ফেলতে হবে।

এছাড়াও মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের আকৃষ্ট করে এমন বিষয়কে প্রাধাণ্য দিয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাই যারা মনোনয়ন পেয়েছেন তারা যেনো তরুণ দের আকৃষ্ট করতে পারে এমনভাবে প্রচারণা চলায় তার পরামর্শ দেন তিনি।

নাম প্রকাশে অনচ্ছিুক মন্ত্রিসভার একাধিক সদস্য জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতামূলক। কাছাড়া ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা থাকবে।

তরুণ ভোটাররা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেছেন, তরুণ অর্থাৎ যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখা হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়