Skip to main content

ইরফান তিশার কাঠ পুতুলের গল্প

আবু সুফিয়ান রতন : তরুণ প্রজন্মের পরিচিত টিভি মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। শুটিং করছেন এখনও। সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করলেন তারা। নাম ‘কাঠ পুতুলের গল্প’। জাকিয়া সুলতানা লুনার গল্পে ‘কাঠ পুতুলের গল্প’ নির্মাণ করছেন অনন্য ইমন। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে ইহান চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ এবং তিথি চরিত্রে তানজিন তিশা। আরও আছেন মিলি বাসার ও সজিব আরেফিন। নাটকটির গল্পে দেখা যাবে, মেডিকেল কলেজ ছাত্রী তিথি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে পথশিশুদের জন্য কন্ট্রিবিউটর খুঁজে বেড়ায় শহরের অলিগলিতে। ঘটনাক্রমে তিক্ততার মধ্য দিয়ে তিথি’র সাথে পরিচয় ঘটে কর্পোরেট আইডল ইহানের। তিথিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয় ইহান। ঠিক তখনই তিথির একটি অতীত সামনে আসে। ভালোবাসার মূল্যায়ন করতে ইহান সব মেনে নিয়ে তিথিকে বিয়ে করে। তিথির অতীত জানতে পেরে নীলিমাকে বিয়ে করতে প্রেসার দেয় ইহানের মা। ইহান কোনভাবে মায়ের কথায় রাজি হয় না। এদিকে ইহানের মায়ের কথামত সর্ম্পক শেষ করার তাগিদে ইহানকে এড়িয়ে চলতে শুরু করে তিথি। শুরু হয় ক্লাইম্যাক্স। বেজে ওঠে বিচ্ছেদের সুর। তিথি-ইহানের সংসার ভাঙার এক পর্যায়ে তিথি বুঝতে পারে সে মা হতে যাচ্ছে। তিথি ইহান কে অন্তঃসত্ত্বার কথা জানাতে চাইলে জেনে যায় ইহানের মা। শিগগিরই নাটকটি গাজী টিভিতে প্রচার হবে হবে বলে জানিয়েছেন নির্মাতা।