শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেন্দ্রীকরণের বাইরে ‘উল্টোরথে’ ব্যাংকিং খাত

রাশিদ রিয়াজ : জরিপে বরং দেখা গেছে কেন্দ্রীয়করণের দিকেই ঝুলে আসে ব্যাংকিং খাতের সিদ্ধান্ত। অধিকাংশ গ্রাহকদের আশা ছিল ব্যাংকিং খাতে বিকেন্দ্রীকরণের সুফল তারা পাবেন। এতে দুর্নীতি কমবে এবং শাখা পর্যায়ে জালিয়াতি ও অপকর্ম থেকে তারা সুরক্ষা পাবেন। একারণেই দেশের ৪৭টি ব্যাংকের ওপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এক গবেষণা পরিচালনা করে। চারজন গবেষক এতে অংশ নেন। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহাইল মুস্তফা বলেন, গত এক দশকেও কেন্দ্রীয়করণের নাগপাশ থেকে ব্যাংকিং খাত মুক্তি পায়নি। এর প্রধান কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহারের অপসংস্কৃতি থেকে সরে না আসা। এছাড়া আর্থিক অনিয়মতো রয়েছেই। ফিনান্সিয়াল এক্সপ্রেস

গবেষণায় দেখা গেছেন, ব্যাংককিং খাতে ৬৬.৩৫ শতাংশ লোকবল বরং বিকেন্দ্রীকরণে বিরুদ্ধে। আবার এও দেখা গেছে যেসব ব্যাংক বিকেন্দ্রীয়করণের দিকে যতটা ঝুঁকেছে লাভের দিকটিও তাদের করতলগত হয়েছে সহজে। এর ফলে ঋণ প্রদানে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। শাখা গুলো অযথা আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতা থেকে বের হয়ে আসতে পেরেছে। গবেষণায় দেখা গেছে কেন্দ্রীয়করণের প্রভাবে ব্যাংকের নিয়ন্ত্রণক্ষমতা শীর্ষ পর্যায়ে রয়ে গেছে। এতে কম লোকবলের মাধ্যমে বড় ধরনের সিদ্ধান্ত ও অধিক লাভের বিষয়টি নিশ্চিত হয়েছে এমন তথ্যও মিলেছে। তবে ঋণ পুনরুদ্ধার বা খেলাপির পরিমান দুটি ব্যবস্থাপনায় একই স্তরে স্থির রয়েছে।

স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সংস্কারের উপদেষ্টা শিশাংশু কুমার চৌধুরী বলেন, ব্যাংকগুলোতে কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণের মধ্যে যে ব্যবসা চক্রের সমন্বয়ের চেষ্টা তাতে বরং নেতিবাচক ঝুঁকির পরিমান বেড়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়