শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল দিয়েই জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন নাসির

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ষষ্ঠ আসর। এই আসরেই ক্রিকেটে ফিরতে চান ইনজুরিতে থাকা জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসন। শুধু তাই নয়, এই আসরে নিজের আলো ছড়িয়ে জাতীয় দলেও ফিরতে চান তিনি। তবে তার আগে শতভাগ ফিট হওয়ার দিকেই নজর দিচ্ছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের এই ক্রিকেটার।

বিপিএলের মাধ্যমে ফিরতে চান জাতীয় দলেও। গতকাল হোম অফ ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে এসে কথা বলেন এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘বিপিএল টার্নিং পয়েন্ট হতে পারে আমার জন্য। ওখানের পারফরম্যান্সে অনেক কিছুই নির্ভর করছে। এখন আমি ভাবছি কিভাবে একশ ভাগ ফিট হয়ে উঠবো তা নিয়ে। এরপরে আমি যদি পারফর্ম করি তাহলে ডাক আসবে। আমি পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেতে চাই।’

তবে জাতীয় দলে পুনরায় ফেরাটা যে সহজ নয়, সেটা খুব ভাল করেই মানছেন নাসির। প্রতিযোগিতার মাধ্যমেই জাতীয় দলে ফিরবেন এই প্রত্যাশায় আরও জানান, ‘নতুন ক্রিকেটারদের জন্য এখন জাতীয় দলে যোগদান করা সহজ। যারা জাতীয় দলে খেলে বের হয়ে গিয়েছে তাদের জন্য দলে ফেরা কঠিন। নতুন কেউ পারফর্ম করলে এটা অনেক বেশি আকর্ষণীয় দেখায়।

‘আর যারা জাতীয় দল থেকে বাদ গিয়েছে তারা যদি পারফর্মও করে তাহলে লাইমলাইটে আসা কঠিন। আসলে তাদের প্রতি সবার চাওয়াটা একটু বেশিই থাকে।’

প্রায় আট মাস আগে বন্ধুদের ডাকে ফুটবল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে ফেলেছিলেন নাসির। পুনর্বাসনের শেষ দিকেই আছেন তিনি। তিনি বিশ্বাস করেন, জাতীয় দলে অবশ্যই ফিরবেন পারফর্ম করে।

‘আমি বিশ্বাস করি জাতীয় দল সকলের জন্যই উন্মুক্ত। আমি মনে করি পারফর্ম করে জাতীয় দলের বাইরে কেউ থাকবে না। এখন আমি দলের বাইরে। নতুন ক্রিকেটারদের থেকে আরও বেশি ভাল খেলেই আমাকে জাতীয় দলে জায়গা পেতে হবে। এর মানে এই নয় যে আমি জাতীয় দলের হয়ে খেলতে পারব না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়