শিরোনাম
◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ধবল ধোলাই লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৪২ রানে জিতেছে ইংলিশরা। ২৭৪ রানে পিছিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছিল লঙ্কানরা। সবকটি উইকেট হারানোর আগে স্বাগতিকরা ২৮৪ রান তোলে। ৩-০ তে সিরিজ জিতলো ইংল্যান্ড, হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৩৬ রান। ২৪০ রানে থেমে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা অলআউট হয় ২৩০ রানে, তাতে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩২৭ রান। তৃতীয় দিন শেষে লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৫৩ রান। চতুর্থ দিন অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা করে ২৮৪ রান।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ওপেনার জো বার্নস ১৪, জেনিংস ১৩ রান করেন। তিন নম্বরে নামা জনি বেয়ারস্টো করেন ইনিংস সর্বোচ্চ ১১০ রান। এছাড়া, দলপতি জো রুট ৪৬, বেন স্টোকস ৫৭, জস বাটলার ১৬, মঈন আলি ৩৩, আদিল রশিদ ২১ রান করেন। শ্রীলঙ্কার স্পিনার লাকসান সান্দাকান ৫টি, পেরেরা ৩টি, পুষ্পাকুমারা দুটি করে উইকেট পান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ওপেনার গুনাথিলাকা ১৮, করুনারতেœ ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করেন। তিন নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ৭৩, মেন্ডিস ২৭ রান করেন। ইংলিশ স্পিনার আদিল রশিদ ৫টি, বেন স্টোকস ৩টি, লিচ একটি করে উইকেট পান।

ইংলিশদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন জস বাটলার। এছাড়া, বেন স্টোকস ৪২, মঈন আলি ২২, ফোকস ৩৬*, আদিল রশিদ ২৪ রান করেন। শ্রীলঙ্কার পেরেরা ৫টি, পুষ্পাকুমারা ৩টি, সান্দাকান দুটি করে উইকেট পান।

৩২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার গুনাথিলাকা ৬, করুনারতেœ ২৩, ডি সিলভা ০, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫ রানে আউট হন। মেন্ডিস ৮৬ আর সান্দাকান ৭ রান করেন। রোশেন সিলভা ৬৫, নিরোশান ডিকওয়েলা ১৯, পেরেরা ৫, লাকমল ১১ এবং পুষ্পাকুমারা অপরাজিত থাকেন ৪২ রান করে। শেষ ব্যাটসম্যান হয়ে লাকমল-পুষ্পাকুমারা যোগ করেন ৫৮ রান। ইংলিশ তারকা মঈন আলি চারটি, জ্যাক লিচ চারটি, বেন স্টোকস একটি করে উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়