শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৮:৪২ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তানের ‘অ্যাসেজ’ চান আফ্রিদি, রাজা

স্পোর্টস ডেস্ক : অ্যাসেজ অনুরূপ ভারত-পাকিস্তানের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হলে অ্যাশেজ থেকেও বেশি জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আফ্রিদির মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজ। যদি ভারত এবং পাকিস্তানও এমন একটি পাঁচ টেস্টের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে তাহলে অ্যাশেজকেও ছাড়িয়ে যাবে।

‘ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ধরা হয়। কিন্তু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যদি ভারত এবং পাকিস্তান খেলে তাহলে অ্যাশেজের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ বলেছিলেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট খেলা আফ্রিদি।

শুধু আফ্রিদিই নয়, সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও মনে করছেন তাই। পাশাপাশি রমিজ মনে করছেন, ক্রিকেটের আধুনিক এই যুগে হারাতে থাকা টেস্ট ফরম্যাটকে পুনর্জীবিত করতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলা খুবই প্রয়োজন।

তবে পাকিস্তানকে আরও পরিণত হতে হবে এর জন্য। 'প্রথমত, পাকিস্তানের প্রয়োজন ভারতের বিপক্ষে তাঁদের খেলাকে আরও পরিণত করা। ভারত-পাকিস্তানের ম্যাচ হবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ।

‘যদি আপনি টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী হয়ে টেস্ট খেলা অবশ্যই প্রয়োজন।’ বলেছিলেন ৫৭ টেস্ট খেলা রমিজ রাজা।

উল্লেখ্য, ২০০৭-০৮ মৌসুমে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারত এবং পাকিস্তান। ক্রিকফেনজি

  • সর্বশেষ
  • জনপ্রিয়