শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের মনোনয়ন পেলেন ১৩ চিকিৎসক

মহসীন কবির : একদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ চিকিৎসককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগের এবারের মনোনয়ন তালিকাতেও রয়েছেন অভিনেতা, শিল্পী, ব্যবসায়ী, আইনজীবী ।

মনোনয়নপ্রাপ্ত ১৩ চিকিৎসক হলেন : অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩)। এর আগেও নির্বাচিত হয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ডা. দীপু মনি(চাঁদপুর-৩)। এর আগে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না (সিরাজগঞ্জ-২)। গত নির্বাচনেও তিনি ক্ষমতাসীন দল থেকে এমপি নির্বাচিত হন। অধ্যাপক ডা. আবদুল আজিজ (সিরাজগঞ্জ-৩)। তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ডা. মো. মুরাদ হাসান (জামালপুর-৪)। তিনিও সাবেক এমপি। বর্তমানে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩)। তিনি ২০১৪ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন।

ডা. এনামুর রহমান (ঢাকা-১৯)। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দশম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। ডা. আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২)। তিনিও সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ডা. আফসারুল আমিন (চট্টগ্রাম-১০)। তিনি আওয়ামী লীগ থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী।

অধ্যাপক ডা. মনসুর রহমান (রাজশাহী-৫)। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তিনি। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ -১)। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। এবার ক্ষমতাসীনদের নতুন মুখ তিনিও।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন (যশোর-২)। তিনিও নতুন মুখ। ডা. নাসির উদ্দিন বর্তমানে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. ইশমত আরা সাদেক (যশোর-৬)।সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এইচ এস কে সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও যারা পাননি তারা হলেন- সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য প্রাণ গোপালদত্ত, সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক এবং আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়