শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের কাছ থেকে হ্যাকিং প্রযুক্তি কিনেছিলো সৌদি আরব!

সান্দ্রা নন্দিনী : সৌদি আরবকে মোবাইল ফোন হ্যাক করতে সক্ষম প্রযুক্তি ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো একটি ইসরায়েলি সাইবার ইন্টেলিজেন্স টেকনোলজি প্রতিষ্ঠান-এনএসও গ্রুপ। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ রোববার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। হারেৎজ জানায়, ভিয়েনার আগে এই দুইপক্ষ সাইপ্রাসেও একবার বৈঠক করেছিলো। আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের জুনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এনএসও গ্রুপের কয়েকজন প্রতিনিধি। বৈঠকে অংশ নেওয়া সৌদি কর্মকর্তারা হলেন, সাবেক সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল্লাহ আল-মালিহি এবং বর্তমান ডেপুটি গোয়েন্দা প্রধান নাসের আল-কাহতানি।

বৈঠকে এসএসও তাদের অতি সংবেদনশীল ‘পেগাসাস ৩’ সফটওয়্যারটি সৌদি প্রতিনিধিদের কাছে উপস্থাপন করে। সফটওয়্যারটির বৈশিষ্ট্য হলো, মোবাইল ফোনে কোন লিংক ক্লিক করা মাত্রই হ্যাক হওয়ার আশঙ্কা থাকবে না। এনএসও উৎপাদিত এই সফটওয়্যারটি মূলত অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হয়ে থাকে।

এদিকে, গতমাসে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির তথ্যফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন জানিয়েছিলেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা-ে অংশ নেওয়া সৌদি প্রতিনিধিরা এনএসও নির্মিত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছিলো।
তবে, সৌদি সরকারের পক্ষ থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়