শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির কাছ থেকে নিরপেক্ষতা কোনোভাবেই আশা করা যায়না : এম এ জলিল

উল্লাস মূর্তজা : বিএনপি চেয়ারপার্সনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিল বলেছেন, ‘সিইসির কাছ থেকে নিরপেক্ষতা কোনোভাবেই আশা করা যায়না। ড. কামাল সিইসির পদত্যাগ দাবি করছেন এটার যথার্থ যুক্তি আছে’। সোমবার সকালে ‘যমুনা টিভি’র ‘টক শো’তে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত তিনি বলেন, ‘সিইসির আপন ভাগিনা শাহজাদা সাজু মনোনয়ন পেয়েছেন খ ম জাহাঙ্গীরের আসন থেকে যিনি আওয়ামী লীগের সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন। খ ম জাহাঙ্গীর কিছুদিন আগেও বলেছিলেন, আমার উপর জমিনী কোনো বালা নেই, কিন্তু আসমানী বালা আছে। চূড়ান্ত মনোনয়ন না পাবার পর তিনি বলেন, আমিতো আর কারও ভাগিনা নই, যে আমাকে মনোনায়ন দেওয়া হবে’।

সিইসির বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিইসি বলেছিলেন নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না। সিইসির এই বক্তব্যের পর পুলিশের অত্যাচার আরও বেড়ে গেছে। গত ২৫ নভেম্বর দিনাজপুরের প্রায় ৩০টি বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, তার সবগুলোই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। পুলিশের বর্তমান পরিচয়ই হয়ে গেছে তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন,।

এম এ জলিল আরও বলেন, ‘নির্বাচনটাকে আমরা নিয়েছি আন্দোলনের অংশ হিসাবে , আন্দোলনটা হচ্ছে জনগণের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার। সারা বাংলাদেশই এখন একটা কারাগারে পরিণত হয়েছে। মানুষের বাক স্বাধীনতা নাই, সাংবাদিকরা রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের তলোয়ারের নিচে। সকল ক্ষেত্রে একটা নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে। স্বৈরশাষন জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই অবস্থার অবসান ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যই আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছি’।

যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে সে যে দলেরই হোক না কেন জাতীয় ঐক্যফ্রন্ট তাদেরকেই মনোনয়ন দেবে বলে জানান এম এ জলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়