Skip to main content

মুম্বাই হামলার তথ্য দিলেই ৫০ লক্ষ ডলার দেবে যুক্তরাষ্ট্র

প্রত্যাশা সিদ্দিক: ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সন্ধান দিলেই যুক্তরাষ্ট্র ৫০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর সোমবার এ ঘোষণা দেয়া হল। পিটিআই মন্ত্রণালয়টির রিওয়ার্ডস ফর জাস্টিস (আরএফজে) বিভাগ জানায়, ভারতের আন্তর্জাতিক অংশীদার হিসেবে এ নৃশংস হামলার সাথে সংশ্লিষ্ট খুঁজে বের করা এবং আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র। এর আগে ২০১২ সালের এপ্রিলে বিভাগটি এ ঘটনার সাথে লস্কর ই তৈয়বার প্রধানকে হাফিজ মোহাম্মদ সাঈদ ও হাফিজ রহমান মাক্কিকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লস্কর ই তৈয়বাকে একটি সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা দেয়। সেসময় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য লস্কর ই তৈয়বার ভূমিকা হুমকিস্বরূপ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যান্য সংবাদ