শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় মার্কিন জোট-আইএস ব্যাপক সংঘর্ষে নিহত ১৬০

সান্দ্রা নন্দিনী : সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত সামরিক জোটের সাথে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস’র গত দুইদিনের ব্যাপক সংঘর্ষে অন্তত ১৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রয়টার্স

উল্লেখ্য, ইরাকের সীমান্ত এলাকায় মার্কিন যুদ্ধবিমান ও বিশেষ সামরিক বাহিনীর সহযোগিতাপ্রাপ্ত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ’র সাথে আইএস’র ব্যাপক সংঘর্ষ চলছে। এতে হাতছাড়া হওয়া কর্তৃত্ব পুনরুদ্ধারে সমর্থ্য হয়েছে বলে দাবি করেছে এসডিএফ।

পর্যবেক্ষক সংস্থাটি জানায়, গত দুইদিনের হামলায় ৩১ বেসামরিক, ৫০ আইএস সদস্য ও ৭৯ এসডিএফ জোট সদস্য নিহত হয়েছে।
আবার, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি সানা জানায়, আল-সাফা গ্রামে নতুন করে শুরু হওয়া মার্কিন জোটের যুদ্ধবিমান হামলায় শনিবার ১৪ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও, হাজিন শহরে ৯ শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, মার্কিন জোটের মুখপাত্র কর্নেল সিন রিয়ান রয়টার্সকে জানান, এসডিএফ তাদের বিগত কয়েকদিনে অবস্থান শক্তিশালী করেছে। তবে এটি ঠিক যে দুইপক্ষেই হতাহতের পরিমাণ নেহাত কম নয়। ইরাকও সীমান্তে যথেষ্ট সহযোগিতা করছে তাই কোনও বিদ্রোহী বাঁচতে পারবে না।

তিনি বলেন, তবে বেসামরিক মানুষ যেন বেশি হতাহতের শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। বিমান হামলা খুবই সীমিত আকারে চালানো হচ্ছে তাই বেসামরিক হতাহতের ঘটনাও কম ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়