শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিশনারদের ভাষার ব্যবহার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে : শারমিন মোর্শেদ

সৌরভ নূর : ‘তারা মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন, কোনো কমেন্ট করতে পারবেন না। ইন্টারভিউ দিতেও পারবেন না’। পর্যবেক্ষকদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে বলতে গিয়ে নির্বাচন কমিশন সচিব এক বক্তব্যে এমন মন্তব্য করেন। তার এই বক্তব্য নিয়ে সমালোচনা ও টিপ্পনীর ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র: বিবিসি

তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেসব বক্তব্য দিচ্ছে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ প্রতিদিনই কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে তির্যক সব মন্তব্য করছেন।

এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতীর প্রধান শারমিন মোর্শেদ জানান, কমিশনের উদ্দেশ্য ঠিক থাকলেও কূটনৈতিক ভাষা ব্যবহার করতে না পারার কারণে এইসব বিতর্কের তৈরি হচ্ছে।

বলার ভাষা পরিবর্তন করা দরকার, যে ধরনের ভাষা তারা ব্যবহার করছে সেটা প্রচণ্ডভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। যেমন নির্বাচন পর্যবেক্ষকদের কথা অমূলক ছিল না। কিন্তু যে ভাষায় তারা কথা বলছে সেটা হয়ে যাচ্ছে অস্বস্তিকর এবং অগ্রহনযোগ্য।

শারমিন মোর্শেদ আরও বলেছেন, নির্বাচন কমিশনারদের অভিজ্ঞতার ঘাটতি অনেক মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। নির্বাচন কমিশনের যে অভিজ্ঞতা দরকার সেটা সুদৃঢ় হচ্ছে না। কারণ প্রতিবারই এমন পরিবর্তন হয়ে যাচ্ছে যে অতীতের জ্ঞান, তথ্য, দক্ষতা হারিয়ে যাচ্ছে।

সুতরাং নির্বাচন কমিশন শক্তিশালী হওয়া খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, অথচ নির্বাচন কমিশন আমাদের সুস্থির একটা জায়গায় এখনো নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়