শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্নমাউথকে হারিয়ে ইপিএলে জয়ের পথে ফিরেছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : রোববার স্থানীয় সময় দুপুরে বোর্নমাউথের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল উনাই এমেরির ছাত্ররা।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেল তারা। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো আর্সেনাল।

ভাগ্য বিরুপ না হলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে। খানিক পর পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের শট কর্নারের বিনিময়ে ফেরান বোর্নমাউথ গোলরক্ষক।

প্রতিপক্ষের ভুলে ৩০তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। বাঁ দিক থেকে সেয়াদ কোলাশিনাচের ডি-বক্সে বাড়ানো ক্রস ঠেকাতে গিয়ে জোরালো ভলি করেন বোর্নমাউথের কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লেরমা। ঝাঁপিয়ে রুখতে পারেননি গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো কোনাকুনি শটে গোলটি করেন নরওয়ের ফরোয়ার্ড জসুয়া কিং।

৬৭তম মিনিটে দারুণ এক আক্রমণে ফের এগিয়ে যায় আর্সেনাল। আলেক্স আইওবির পাস ধরে কোলাশিনাচের ডি-বক্সের বাড়ানো বল শটে ঠিকানায় পাঠান স্ট্রাইকার আউবামেয়াং। ৮৫তম মিনিটে লের্মার দূরপাল্লার বুলেট শট পোস্টে লাগলে আর সমতায় ফেরা হয়নি বোর্নমাউথের।
১৩ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।

শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৪-০ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে শনিবারের আরেক ম্যাচে মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও রবের্তো ফিরমিনোর গোলে ওয়াটফোর্ডের মাঠে ৩-০ ব্যবধানে জেতা লিভারপুল।

৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আগের দিন চেলসিকে ৩-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসি।

ষষ্ঠ স্থানে থাকা এভারটনের পয়েন্ট ২২। ২১ পয়েন্ট নিয়ে তারপরেই আছে জোসে মরিনিয়োর দল ম্যানচেস্টার ইউনাইটেড। অষ্টম স্থানে থাকা বোর্নমাউথের পয়েন্ট ২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়