শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিস-বাবরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তীরে গিয়ে তরী ডুবিয়ে মাত্র ৪ রানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে দলটি। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের হারিস সোহেল এবং বাবর আজম। টেস্ট ক্যারিয়ারে হারিসের এটি দ্বিতীয় এবং বাবরের প্রথম সেঞ্চুরি।

প্রথম ইনিংসে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড বিনা উইকেটে ২৪ রান তুলে দিন শেষ করেছে। ৩৯৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে কিউইরা।

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ওপেনার ইমাম উল হক ৯ রান এবং মোহাম্মদ হাফিজ ৯ রান করে দ্রুত ফিরলে দলীয় ২৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর জুটি গড়েন আজহার আলি এবং হারিস সোহেল। আজহার রানআউট হওয়ার আগে করেন ৮১ রান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হারিস সোহেল ৪২১ বল মোকাবেলা করে ১৩টি চারের সাহায্যে করেন ১৪৭ রান। মাঝে আসাদ শফিক ফেরেন ১২ রান করে। বাবর আজম সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ২৬৩ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১২৭ রান করে অপরাজিত থাকেন। ৩০ রান করে অপরাজিত থাকেন দলপতি সরফরাজ আহমেদ।

নিউজিল্যান্ডের কলিন ডি গ্রান্ডহোম দুটি, ট্রেন্ট বোল্ট একটি আর আজাজ প্যাটেল একটি করে উইকেট তুলে নেন। নেইল ওয়াগনার, ইশ সোধি আর কেন উইলিয়ামসন কোনো উইকেট পাননি।

ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার জীত রাভাল ১৭ এবং টম ল্যাথাম ৫ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়