শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে মনোনীত প্রার্থীদের চিঠি দেবে বিএনপি

শাহানুজ্জামান টিটু ও সাব্বির আহমেদ : আওয়ামী লীগের একদিন পর দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। আজ দুপুর ১টায় দলের চেয়ারপারসনের কার্যালয় গুলশান থেকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেওয়া হবে। সোমবার (২৬ নভেম্বর) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে ও  গাজীপুরের কাপাসিয়া থেকে মনোনয়ন পেতে যাওয়া শাহ রিয়াজুল হক হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সূত্র জানায় গতকাল রাত থেকে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকরা যারা মনোনীত হয়েছেন ইতিমধ্যে কয়েকজন গুলশান রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
বিএনপি'র মনোনয়ন বোর্ড সকাল থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছে।

এদিকে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা দেওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ কর্মীদের ভিড়। আর বাইরে অপেক্ষা করছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা।

বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ'র ছোট ছেলে শাহ রিয়াজুল হক হান্নান। তিনি জানান, আমাকে গতকাল রাতে জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় দলের মনোনয়য়ের চিঠি গুলশান কার্যালয় থেকে দেওয়া শুরু হবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি ১৮ টি আসন দিয়েছে। যেখানে চমক হিসেবে থাকছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। ঢাকা যেকোনো একটি আসন তার জন্য ছাড়ছে বিএনপি। আগামীকাল বা পরশু ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। ফ্রন্টের অস্থায়ী কার্যালয় আরামবাগ থেকে ওই চিঠি দেওয়া হতে পারে।

এদিকে বিএনপি আজ সব মিলিয়ে ২৩৫-২৪০ টি আসনে দলের মনোনীতদের চিঠি দিতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়