শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের বিজয় না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হারিয়ে যাবে : ড. সৈয়দ আনোয়ার হোসেন

আশিক রহমান : আওয়ামী লীগের বিজয় না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হারিয়ে যাবে বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেকোনো নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলই নিজেদের বিজয় সম্পর্কে আশান্বিত থাকে। আত্মবিশ্বাসী থাকে। কিন্তু নির্বাচনে ভোটার যাকে ভোট দেয় তারা বিজয়ী হয়। সেক্ষেত্রে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের সম্ভাবনা থাকা উচিত বলে মনে করি। কারণ আওয়ামী লীগের শাসনামলে, বিগত দশ বছরে দেশে যে পরিমাণ অর্থনৈতিক প্রবৃত্তি হয়েছে, সেটি নজরকাড়া সারাবিশ্বের জন্যই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মোটামুটিভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগের বিজয় না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হারিয়ে যাবে, এই সিদ্ধান্তটি ভোটারদের নিতে হবে। কারণ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছিলো না। যেসব পরিপ্রেক্ষিত বিবেচনা করলে আসন্ন নির্বাচনটি বড় রকমের সংকট বা ক্রান্তিকাল বলে মনে করি আমি।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, এটা ঠিক আওয়ামী লীগ বিগত দশ বছরে যে রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েছে বা রাজনৈতিক কারণে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে একটা আপোস করা হয়েছে, এটা আমরা দেখেছি। তবুও সামগ্রিক বিচারে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার দিকে ফিরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়