শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারাবদ্ধ : নাসিম

ইওেফাক : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- বিএনপি জামায়াত জোট রাজনীতির নতুন মোড়কে ঐক্যজোটের নামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে। এ দেশের মানুষ বিএনপি জামায়াত জোটের অপশাসন দেখেছে, তাদের আমলে হাওয়া ভবন, বাংলাভাইসহ জঙ্গি উত্থান দেখেছে। জ্বালাও পোড়াও রাজনীতিও জনগণ দেখেছে এবং তা প্রত্যাখ্যান করেছে। জনবিচ্ছিন্ন এই রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে মিথ্যা অজুহাতে পালানোর চেষ্টা করছে। অসত্য বলা ও গুজব ছড়ানো তাদের পুরনো অভ্যাস বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচন নিয়ে তাদের এই গুজবে কান না দেয়ার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

মোহাম্মদ নাসিম গতকাল রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে যমুনা নদী ভাঙনের কবল থেকে কাজিপুর উপজেলাধীন খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ৪৬৫ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের কাজ প্রায় ৪০ ভাগ শেষ হয়েছে। তিনি যমুনা নদীপথে স্পিডবোড যোগে এ প্রকল্প পরিদর্শন করেন।

নদীর ভাঙ্গন রোধ প্রসঙ্গে সরকারের এ প্রভাবশালী মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত ১০ বছরে যমুনা নদীর পশ্চিম পাড়ের ১ ইঞ্চি জমিও যমুনা গ্রাস করতে পারেনি। সিরাজগঞ্জসহ কাজিপুর রক্ষায় তার সরকার প্রায় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করে কাজ করেছে। বর্তমানে ৪৬৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী ভাঙনের কবল থেকে কাজিপুর উপজেলাধীন খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও সিরাজগঞ্জে এই সরকারের আমলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে মেগা প্রকল্প শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের দিকে। চার লেনের রাস্তাসহ অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এ দেশের জনগণ সিরাজগঞ্জের ৬টি আসনসহ সারা দেশে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবারো নির্বাচিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়