শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল প্রাঙ্গণে ময়লার স্তূপ

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে আছে। কিন্তু পরিষ্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে স্কুলটির স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, ১৯২৭ সালে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি স্কুলের পুরনো দ্বিতল ভবন ভেঙে তিনতলা নতুন ভবন নির্মাণ করা হয়। স্কুলের চারপাশে সীমানাপ্রাচীর আছে। কিন্তু পুরনো ভবনটি ভাঙার কারণে পূর্ব পাশের অংশ উন্মুক্ত হয়ে যায়। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার বাঘরি হাট সম্প্রসারিত হয়ে স্কুলের পূর্ব পাশের সড়ক পর্যন্ত চলে আসে। এতে হাটের দিনগুলোতে সড়ক ও স্কুল প্রাঙ্গণের কিছু অংশ হকাররা দখল করে বেচাকেনা করে। এভাবেই স্কুল প্রাঙ্গণের পূর্ব পাশের অংশে ময়লার স্তূপ জমেছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ একজন ময়লার স্তূপে আগুন ধরিয়ে দিয়েছেন। আর তা থেকে গন্ধ ছড়াচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা নাক চেপে স্কুলে ঢুকছে। শিক্ষকরাও আছেন অস্বস্তিতে। কিন্তু কেউ ময়লা সরানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দক্ষিণ পাশে মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা স্কুলে ঢোকে। অনেক সময় খোলা থাকায় পূর্ব পাশ দিয়েও শিক্ষার্থীরা যাওয়া-আসা করে। পূর্ব পাশে ময়লার স্তূপ থাকায় দুর্গন্ধে নাক চেপে স্কুলে ঢুকতে হয়। দুর্গন্ধ অনেক সময় শ্রেণিকক্ষেও যায়। তখন অনেক কষ্টে ক্লাস করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘স্কুলের পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে লেখাপড়ার পরিবেশ সুন্দর হয় না। তাই জরুরি ভিত্তিতে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা প্রয়োজন।’ এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমীর খসরু হীরা বলেন, ‘সীমানাপ্রাচীর না থাকার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। দ্রুতই স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করা হবে। এ ছাড়া শিগগিরই স্কুলের পূর্ব পাশে খোলা জায়গায় নতুন ভবন নির্মিত হবে।’
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়