শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:২৮ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিকে আজীবন ক্ষমতায় রাখতে আইন পাসের উদ্যোগ মিসর পার্লামেন্টের

সাইদুর রহমান: মাস খানেক পূর্বে মিসরের পর্যটন শহর শারম আল-শেখে বিশ^ যুব সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি বলেছিলেন, চিরস্থায়ী বলতে কিছু নেই, প্রত্যেকেই মরতে হবে, কোনো শাষক একশ কিংবা দুইশো বছর টিকে থাকতে পারে না।

অথচ দেশটির পার্লামেন্ট ও ওয়েব সাইটের বরাতে আল-জাজিরা জানিয়েছে, পার্লামেন্টের চলতি অধিবেশনেই ক্ষমতার মেয়াদ চার বছর এবং দুইবারের বেশী ক্ষমতায় না থাকার আইন সংশোধন করতে যাচ্ছে। এছাড়া গণভোটেরও আয়োজন করা হবে।
এরআগে ২০১৫ সালে বর্তমান সংবিধানের প্রতি নারাজি প্রকাশ করে সিসি বলেছিলেন, ভালো নিয়তে মিসরীয় সংবিধান প্রণয়ন করা হয়েছে। কিন্তু শুধু ভালো নিয়তেও ওপর দেশের ভিত্তি হতে পারে না।

দেশটির ‘মুস্তাকবেল’ নামের একটি পত্রিকা জানিয়েছে, প্রায় প্রতিদিনই প্রসিডেন্ট কার্যালয়, জাতীয় গোয়েন্দা দফতারে সংবিধানের সংশোধনি এবং গণভোটের সময় নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে সংবিধান সংশোধনীর পরিকল্পনা নিয়েছে সরকার। যার ফলে সিসি ২০২২ সালের পরও ক্ষমতা এবং সেনাবাহিনীর প্রধান থাকতে পারবেন। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়