শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু না হলে শাসনব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাবে : যতীন সরকার

আমিরুল ইসলাম : নির্বাচন সুষ্ঠু না হলে নিবার্চনী ব্যবস্থা তথা শাসন ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাবে, আর আস্থা ভেঙে গেলে কি হয় তা ভবিষ্যতই নির্ধারণ করবে বলে মনে করেন গবেষক ও শিক্ষাবিদ যতীন সরকার। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, তাহলে পরিস্থিতি কি হবে তা অনুমান করা বেশ কঠিন ব্যাপার। নানা কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। মানুষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার জন্য মুখিয়ে রয়েছে।

প্রশাসন যদি নির্বাচন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করে, তাহলে তাদের প্রতি সাধারণ মানুষের যে আস্থা তা চিরতরে নষ্ট হয়ে যাবে। আর এ আস্থা নষ্ট হয়ে যাওয়ার যে ফলাফল হবে, তা ভবিষ্যৎ সময়েই দেখা যাবে। তবে গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকারের বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে মানুষের অধিকারের প্রশ্নে মনোযোগী হতে হবে। দেশ ও মানুষের মঙ্গলকামী রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেই মানুষ আশা করছে। জনকল্যাণে তাদের সমস্ত কর্মসূচি হবে, দেখতে চায় তাও। দলগুলো নিশ্চয়ই মানুষের চাওয়া মূল্যায়ন ও গুরুত্ব দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়