শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ভারত এবারো প্রতিবেশীসুলভ  আচরণ করছে : মোহাম্মদ আলী শিকদার

লিয়ন মীর : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত বরাবরের মতো এবারও প্রতিবেশী বন্ধুসুলভ আচরণ করছে বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মে. জে. (অব.) মোহাম্মদ আলী শিকদার। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো অবস্থান নেই, ভূমিকা নেই, এটা ভারতের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সুতরাং, এর বাইরে যারা বাংলাদেশের নির্বাচনে ভারতের অন্য কোনো ভূমিকা দেখতে পায়, তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। তারা মনগড়া কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং ভারত একে অপরের সাথে ঐতিহাসিকভাবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সেই সম্পর্ক আরো গভীর করেছে। এইসাথে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। সবকিছু মিলিয়ে ভারত-বাংলাদেশ আস্থাশীল বিশ্বস্ত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। এমন পেক্ষাপটে বাংলাদেশে যদি কোনো কারণে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে পড়ে। কেননা বাংলাদেশের অস্থিতিশীলতা বৃহৎ আকার ধারণ করলে, সেই পরিস্থিতি ভারতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আবার বাংলাদেশের বেলায়ও একই ভাবনা তৈরি হয়। এমন পরিস্থিতিতেই ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কথা বলে থাকে।

এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনী পরিবেশ আর এবারের নির্বাচনী পরিবেশ একরকম নয়। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ-পাতাল ব্যবধান। ২০১৪ সালে বাংলাদেশে ভয়াবহ সহিংস পরিবেশ তৈরি হয়েছিলো। সে প্রেক্ষাপটে ভারতসহ বিশ্বের অনেক দেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। এখানে ভারতকে আলাদা করে দেখার কিছুই নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে একটা উৎসব-মুখর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। সে কারণে, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশগুলোকে আগের মতো তৎপর হতে দেখা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়