শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ : শত আয়োজন মাঝে বিপুল শূন্যতা বিরাজে!

মাসুদ রানা, লন্ডন, ইংল্যান্ড থেকে

 

অনুজ প্রতীম এক প্রিয়জনের কাছে কাল রাতে শুনলাম, বাংলাদেশে দেশপ্রেমিক ও সংবেদনশীল রাজনীতি-সচেতনদের মধ্যে এই প্রতীতি দৃঢ় হচ্ছে যে, সে-দেশে বিরাজ করছে বুদ্ধিবৃত্তিক এক বিশাল শূন্যতা। রাজনীতিতে নানা প্রকারের ও আকারের জোট-মহাজোটের ছড়াছড়ি, কিন্তু মানুষের মনে কোনো আশাবাদ জাগাতে পারছে না কেউই। কেন? কারণ, জাতির বোধে ও মননে আশাবাদ জাগানোর মতো কোনো ‘ভিশন’ ও ‘মিশন’ নেই কারও।

নেই কেনো? না থাকার কারণ হচ্ছে, প্রথমত : বাস্তবকে বুঝতে পারার ক্ষেত্রে দার্শনিক সীমাবদ্ধতা এবং দ্বিতীয়ত উদ্দেশ্য ও লক্ষ্যের অস্পষ্টতা কিংবা শূন্যতা। প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী ও রাজনীতিকদের তোতা-বুলি ও স্বপ্ন-বয়ান আর ব্যাখ্যা করতে পারছেন না বর্তমানকে, এবং পথ দেখাতে পারছেন না ভবিষ্যতের। এ সংবাদ আমার কাছে খুব দুঃখের নয় বরং আশাবাদের।

আমি বহু আগে থেকে বলে আসছি, বিজ্ঞানের মতো রাজনীতিতেও ‘প্যারাডাইম শিফট’-এর প্রয়োজন হয়, যখন প্রতিষ্ঠিত ও প্রচলিত প্যারাডাইম আর বর্তমানের ক্রমবিকাশমান ঘটনা ও বিষয়সমূহকে আর অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। আমি বলছি, রাজনীতিতেও প্যারাডাইম শিফট জরুরি হয়ে পড়েছে।

যারা নতুন পথের সন্ধানে আছে সক্রিয় প্রচেষ্টায়, তাদেরকে আমার কিছু বলার আছে। আমি সে-সময়ের অপেক্ষায় আছি, যখন শ্রবণ করার জন্যে তারা উৎকর্ণ হবেন। কোনো সমস্যা নেই। সময় নিন। প্রতিটি বিকাশ-সংঘটনের জন্যেই সময়ের প্রয়োজন হয়।  ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়