শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের চ্যালেঞ্জ মোকাবিলা করে বিরোধীদের সঙ্গে লড়তে  হবে আওয়ামী লীগকে : সৈয়দ বোরহান কবীর

লিয়ন মীর : ঘরের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিরোধীদের সঙ্গে নির্বাচনে লড়তে হবে আওয়ামী লীগকে, এমনটিই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক  সৈয়দ বোরহান কবীর। এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ ঘরের মধ্যেই বিদ্যামান। কারণ মনোনয়ন না পাওয়া প্রার্থীর বিদ্রোহ করলে যেহেতু বহিষ্কার হতে হবে, সেহেতু মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। এক্ষেত্রে নির্বাচনী মাঠে বিরোধীদের সাথে লড়তে আওয়ামী লীগকে দলের নেতা-কর্মীদের একত্রিত করতে বেগ পেতে হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের চ্যালেঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ একেবারেই ভিন্ন। তখন ফাকা মাঠ ছিলো। ফাকা মাঠে গোল দিয়ে, সেই গোল বৈধকরণ ছিলো সেবারের চ্যালেঞ্জ। যেটা কিনা আওয়ামী লীগ নিজেই পচ্ছন্দ করে না। আওয়ামী লীগ সবসময় লড়তে পচ্ছন্দ করে। তাই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে হবে। আসছে নির্বাচনে শক্তিশালী বিরোধীদের সাথে লড়তে হবে আওয়ামী লীগকে। এটা একটা চ্যালেঞ্জ আওয়মী লীগের জন্য।

এক প্রশ্নের জবাবে সৈয়দ বোরহান কবীর বলেন, বিরোধী দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা নিশ্চিত হওয়া গেলেও, তারা যে নির্বাচন থেকে সরে যাবে না এ ব্যাপারে সংশয় যে নেই তা বলা যাবে না। বিরোধীদলগুলোকে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে রাখা আওয়ামী লীগের জন্য একটা  বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে আওয়ামী লীগের উন্নয়নে ভোট আদায় করাও একটা বড় চ্যালেঞ্জ। ক্ষমতাসীনদের বিরোধিতা করা বাংলাদেশের মানুষের স্বাভাবিক স্বভাব। এইসাথে যোগ হবে টানা দশ বছরের হিসেব। বিরোধীদলগুলো আওয়ামী লীগের নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরার চেষ্টা করবে। বিরোধীদের দুর্নীতি প্রচারকে উন্নয়ন দিয়ে ঢেকে মানুষের মন জয় করাটা আওয়ামী লীগের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়