শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টেস্টে আমরা অনেক ভুল করেছি, কিন্তু জিতে গেছি বলে ধরা পড়ছে না : মোহাম্মদ রফিক

ফাহিম আহমাদ বিজয় : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেছেন, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। তবে চিন্তার বিষয় হচ্ছে, আড়াই দিনে চল্লিশটি উইকেট পড়েছে। এটি সোজা কথা নয়। আমরা কী ধরণের উইকেট বানাচ্ছি আর কী ধরণের খেলা হচ্ছে! টেস্ট ম্যাচ কিন্তু আড়াই দিনে শেষ হওয়ার কথা নয়। আড়াই দিনে চল্লিশটি উইকেট পড়া কিন্তু ভালো লক্ষণ নয়। উইকেট যে আমাদের ভালো না, এটি কিন্তু বোঝা যাচ্ছে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সামনে আমরা বিশ্বকাপ খেলতে যাবো। এ ধরনের উইকেটে যদি আমরা খেলি, তাহলে আমাদের অসুবিধায় পড়তে হবে। আমাদের পারফরমার প্লেয়াররা কিন্তু পারফরম করতে পারবে না। ইংল্যান্ডে যখন মাথার ওপরে বল আসবে, তখন আমাদের প্লেয়াররা কী করবে? এ বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। দেশে হয়তো আমরা পার পেয়ে গেলাম, বিদেশের মাটিতে কিন্তু এটি হবে না। এ ধরনের উইকেট হলে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে না।

মোহাম্মদ রফিক বলেন, আমাদের ক্রিকেটারদের আরো ভালো মানের ক্রিকেট খেলতে হবে। আমি বলছি না, তারা খারাপ খেলে। তাদেরকে আরো ভালো পারফর্ম করতে হবে। ভালো মানের উইকেট তৈরি করতে হবে। বাংলাদেশ জিতেছে, ভালো লাগছে। কিন্তু এমন উইকেট হলে আমরাও তো ফেসেঁ যেতে পারি। যে রান ছিলো, তা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আরামসে চেজ করতে পারতো। এই টেস্টে কিন্তু অনেক ভুল হয়েছে। আমরা জিতে গেছি বলে ভুলগুলো ধরা পড়ছে না। হেরে গেলে ভুলগুলো ঠিকই ধরা পড়তো। অনেক সমালোচনা হতো।

তিনি বলেন, ঢাকা টেস্টের ব্যাপারে আমরা আশাবাদী। ঢাকা টেস্টে একটি ভালো প্রতিযোগিতা হবে। চট্টগ্রামের উইকেটের মতো আড়াই দিনেই শেষ হয়ে যাবে না। এটা আমার ধারণা। মিরপুরের উইকেটটি ভালো হবে এবং একটি ফাইটিং ম্যাচ হবে। যে দলই জিতুক না কেন, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। তবে আশা করবো, উইকেটটি যেন প্রথম টেস্টের মতো না হয়। উইকেট যতো ভালো মানের করতে পারবো, আমাদের ক্রিকেট ততো এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়