শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেটর পদে লড়ছেন মার্কিন গৃহযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতকারী নেতা

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের সিনেটর পদে লড়ছেন রিপাবলিকান ‘শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নেত্রী, সিডনি হাইড-স্মিথ। তিনি যুক্তরাষ্ট্রের গ্রহযুদ্ধ সংক্রান্ত নতুন তথ্য উত্থাপন করে প্রবল সমালোচিত হয়েছিলো তিনি বলেছিলেন, কনফেডারেট সেনারা নিজেদের মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন! যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে কনফেডারেটরা বিদ্রোহী বলে বিবেচিত হন। সিএনএন

২০১৭ সালে মিসিসিপির সিনেটরের দায়িত্ব পালনকালে স্মিথ সিনেটে একটি সংশোধনী উত্থাপন করেছিলেন। সংশোধনীতে তিনি ৯২ বছর বয়স্ক উফি নুসিলে নিকেলসন ফারকে মিসিসিপে বসবাসকারী কনফেডারিসির ‘একমাত্র কন্যা’ বলে অভিহিত করেন। ফারের বাবা রবার্ট ই-লি-এর কনফেডারেট বাহিনীতে যুদ্ধ করেছিলেন। এই সংশোধনীতে বলা হয়, গৃহযুদ্ধ ছিলো রাজ্যসমূহের মধ্যে যুদ্ধ। সেখানে বলা হয়, ‘ফারের বাবা নিজের বাসভূমিকে রক্ষার জন্য লড়াই করেছিলেন। এবং দেশ পূর্ণগঠনে বড় ভূমিকা রাখেন। গর্বের সঙ্গে আমরা ফারকে সম্মান জানাতে চাই, চাই ধণ্যবাদ জানাতে।’

এ ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ফার। ১৮৬১ থেকে ১৮৬৫ সালের মধ্যে অনুষ্ঠিত হয় মার্কিন গৃহযুদ্ধ। কৃষ্ণাঙ্গ ব্যাক্তিতের অথিকার প্রতিষ্ঠা এবং দাস প্রথার রদের বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১০টি রক্ষণশীল রাজ্য। এরমধ্যে রয়েছে মিসিসিপিও। জেফারসন ডেভিস নিজেকে কনফেডারেট প্রেসিডেন্ট ঘোষণা করেন। ইউনিয়নের কাঝে অবশেষে পরাজিত হয় কনফেডারেটরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়