Skip to main content

পীরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতির উপর সন্ত্রাসী হামলা

জাকির হোসেন, ঠাকুরগাঁও : সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোটার ও পীরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিমের উপর সস্ত্রাসী হামলা হয়েছে। রবিবার দুপুরে পীরগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাংবাদিক আব্দুল আলিম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক আব্দুল আলিম রিপোর্টের কাজে দুপুরে মোটর সাইকেল যোগে থানা এলাকায় গেলে জনৈক শেখ সমশের আলী তার সাথে অযথাই তর্ক শুরু করে। এ পর্যায়ে সমশের মোবাইল ফোনে জনৈক জাহিদ সহ তার লোকজনকে ডেকে নেয়। পরে তারা আব্দুল আলিম কে অন্যায় ভাবে বেধরক মারপিট শুরু করে। সে সময় থানার আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসলে ঐ তারা পালিয়ে যায়। এতে আব্দুল আলিম গুরুত্বর আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পরে আলিম তার ভাই ফরিদুল ইসলামের মাধ্যমে সমশের সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। হামলা বিষয়ে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, আর কত সাংবাদিক এভাবে নির্যাতিত হবে। আমরা সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তি কামনা করছি। রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান বলেন, সাংবাদিকের উপর এভাবে হামলা করা ঠিক হয়নি। আমরা সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ঐ সস্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানায়, লিখিত এজাহার পাওয়া গেছে আসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যান্য সংবাদ