শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় সিইসির ভাগিনাসহ নতুন যারা

জাফর আহমেদ : নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চিঠি ইস্যু করা হয়েছে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এই চিঠি প্রার্থীদের হাতে হস্তান্তর করা হচ্ছে।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জোটের শরিক দলগুলোর জন্য ৭০টি আসন রেখে ২৩০টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করা হচ্ছে।

এবার প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ের সুযোগ পাচ্ছেন একঝাঁক তরুণ মুখ। এদের মধ্যে আলোচিত মুখ হলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি নড়াইল-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।

এরপরই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। ছাত্রলীগের সাবেক এই নেতা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন।

প্রথমবারের মতো নৌকা প্রতীকে ভোট করার সুযোগ পাচ্ছেন, তারা হলেন, খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল, পটুয়াখালী-৪ আসনে মুহিবুর রহমান, টাঙ্গাঈল-২ আসনে তানভীর হাসান, টাঙ্গাঈল-৩ আসনে আতাউর রহমান খান, ঢাকা-১৩ আসনে সাদেক খান, ফরিদপুর-১ আসনে মনজুরুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে এনামুল হক শামীম, সিলেট-১ আসনে একেএম আব্দুল মোমেন, যশোর-২ আসনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৩ আসনে ডা. আব্দুল আজিজ, নটোর-১ আসনে শহীদুল ইসলাম, পঞ্চগড়-১ আসনে মাজহারুল হক প্রধান, নঁওগা-৫ আসনে প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজামউদ্দিন জলিল, মাগুরা-১ আসনে সাইফুজ্জমান শিখর, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, চট্টগ্রাম- ৯ আসনে মহিব্বুল হাসান নওফেল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য (গতবার স্বতন্ত্র ছিলেনে), কিশোরগঞ্জ-২ আসনে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, হবিগঞ্জ-৪ আসনে ড. ফরাসউদ্দিন, পটুয়াখালী-১ আসনে অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাগেরহাট-২ আসনে শেখ সারহান নাসের তন্ময়, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন (গতবার স্বতন্ত্র ছিলেন)।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়