শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ আশরাফ দলীয় মনোনয়ন পেলেন কিশোরগঞ্জ-১ আসনে

সমীরণ রায়: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী অসুস্থ সৈয়দ আশরাফুল ইসলামকে কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে এ আসলে আরেকজন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূনকে নৌকার মনোনয়নের প্রত্যয়নপত্র দিয়েছে আওয়ামী লীগ।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি স্বাক্ষরিত এ মনোনয়ন প্রত্যায়ণপত্র হাতে তুলে দেন দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। তবে প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগ সভাপতি মনোনয়নের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠালে তাদের একজন বাদ পড়বেন। ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৮ বছর বয়সী এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি।

সৈয়দ আশরাফের আসনে কেন দুজনকে রাখা হয়েছে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা সৈয়দ আশরাফুল ইসলামকেই মনোনয়ন দিতে চাই। কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে দুজনকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

জাতীয় চার নেতা ১৯৭৫ সালে কারাগারে নিহত হওয়ার পর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ যুক্তরাজ্যে চলে যান। দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসন থেকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুননির্বাচিত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়