শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুর তিনটি আসনে দু’জন নতুন মুখ

আহমেদ জাফর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা রোববার সকাল থেকে প্রকাশ করা হয়। মনোনীত প্রার্থীদের মনোনয়ন রোববার ও সোমবার দেয়া হবে।

বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। শরীয়তপুর জেলা তার অন্যতম। এ জেলায় তিনটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন শরীয়তপুর-৩ নাঈম রাজ্জাক, শরীয়তপুর-২ একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু। এই তিনটি আসনের মধ্যে এনামুল হক শামীম, ইকবাল হোসেন অপু দু’জনই নতুন মুখ।

কিন্তু শরীয়তপুর ১ ও ২ আসনে দুইজন রানিং সাংসদ ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, (অব:) কর্নেল শওকত আলী। এলাকায় তেমন জনপ্রিয়তা না থাকায় এদেরকে বাদ দিয়ে (১) ইকবাল হোসেন অপু (২) এনামুল হক শামীম কে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনীত করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়। সকাল ১১ দিকে শরীয়তপুর-১ আসনে নৌকার মনোনয়ন নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এর একটু পরেই মনোনয়ন নিতে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন এনামুল হক শামীম ও ইকবাল হোসেন অপু।

জানা গেছে, ইকবাল হোসেন অপু এলাকায় অনেক আগে থেকেই জনকল্যাণমূলক কাজে নিজেকে নিযুক্ত করেছেন। এলাকায় সর্বসাধারণ মানুষ তাই তাকেই এমপি হিসেবে দেখতে চায়।

শরীয়তপুর-২ আসনে এনামুল হক শামীম বেশ আলোচিত, কারণ পদ্মার পাড়ের নদী ভাঙ্গা মানুষের একমাত্র ভরসা তিনি। অসহায় মানুষের পাশে থেকে তিনি আশ্রয়স্থলসহ নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। তাই এ এলাকার জনগণ তাকেই চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়