শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট চুক্তিতে ইইউ নেতাদের অনুমোদন

আসিফুজ্জামান পৃথিল : ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিয়েছেন ইউরোপিয় ইউনিয়ন নেতারা। রোববার টুইটারে এত ঘোষণায় এ কথা জানায় ইউরোপিয় ইউনিয়ন প্রধান, ডোনাল্ড টাস্ক। বিবিসি

ব্রাসেলস-এ এক ঘন্টার কম সময়ের আলোচনার পর ২৭ জন নেতাই চুক্তিটি অনুমোদন করেছেন। শনিবার স্পেন জিব্রাল্টারের ব্যাপারে নিজেদের আপত্তি প্রত্যাহারের পরপরই টাস্ক এই চুক্তি অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেছিলেন। এবার এ চুক্তিটি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। তবে বহু এমপি চুক্তিটির বিরোধীতা করছেন।

দুই পক্ষের ১৮ মাসের আলোচনার পর চুক্তির বিষয়টি সম্পাদনের খুব কাছাকাছি চলে এসেছে। ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করবে যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শুরুতে এই বিষয়ে ভোটাভুটির কথা রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। এর আগে একটি চিঠির মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার জনগনকে ব্রেক্সিট চুক্তি সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের সম্মান রক্ষার্থেই এই চুক্তির প্রবল প্রয়োজনীয়তা রয়েছে।

এ চুক্তির জন্য ইউরোপের অনুমোদনের পর বাকি দ্বায়িত্ব এখন থেরেসা মে এবং তার কনজারভেটিভ পার্টির। ধারণা করা হচ্ছে, ব্রাসেলস এ আর দেরি না করে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে উড়ে যাবেন মে। যদি তার এমপিরা এই চুক্তি প্রত্যাক্ষান করেন, তবে দুটি ঘটনা ঘটতে পারে। এক, চুক্তিহীন ভাবে ইউরোপ ত্যাগ। দুই, নতুন একটি সাধারণ নির্বাচনে বাধ্য হওয়া। তাই মেকে তার দলকে এই চুক্তিতে সমর্থন দিতে রাজি করাতেই হবে। নচেৎ তার সরকার পড়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়