শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের চারটি আসনে আওয়ামী লীগের এমপি বহাল

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ ও দুইটিতে মহাজোটের শরিক দলের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর দায়িত্ব পালন করছেন। সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওই চার সাংসদকেই বহাল রেখে রবিবার দলের মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে।

একাদশ নির্বাচনে ঘোষিত ও বর্তমান সংসদ সদস্যরা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বঙ্গবন্ধুর ভাগ্নে ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বর্তমান সাংসদ পঙ্কজ দেবনাথ এবং বরিশাল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

দলীয় সূত্রমতে, জেলার ছয়টি সংসদীয় আসনের চারটিতে আওয়ামী লীগের ঘোষিত প্রার্থীদের মধ্যে বরিশাল-১ ও বরিশাল-২ আসনের দুই সাংসদ-ই মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক। বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার ও আওয়ামী লীগের একমাত্র অভিভাবক খ্যাত আবুল হাসানাত আব্দুল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের একক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা না হলেও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।

সূত্রমতে, আবুল হাসানাত আব্দুল্লাহর দিকনির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের বিগত পাঁচ বছরে নির্বাচনী এলাকার প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করনের মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তৃণমূল থেকে উঠে আসা বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও জনপ্রিয়তায় তারা কেউ বর্তমান সাংসদকে ছুঁতে পারেননি। অত্যন্ত ক্লিন ইমেজের বর্তমান সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের গত পাঁচ বছরে কোন প্রকারের দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত ছিলেন এরকম কোন অভিযোগ উত্থাপন করতে পারেননি মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থীরা।

তৃণমূলের আলোচনায় শীর্ষস্থানে থাকা বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্ধিতার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়