শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসজির জয়ের ধারা অব্যাহত রেখেছে কাভানি

স্পোর্টস ডেস্ক : শনিবার অনুষ্ঠিত হওয়া ফরাসি লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে কাভানির গোলেই জয় লাভ করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চোট পাওয়ার কারণে ঘরের মাঠে দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলতে নেমেছিল পিএসজি। ম্যাচের শুরু থেকেই টেবিলের তলানিতে থাকা তুলুজের বিপক্ষে আক্রমণ চালায় স্বাগতিকরা।

ম্যাচের ৯ মিনিটেই গোলের দেখা পান উরুগুয়ে স্ট্রাইকার এডিনসন কাভানি। সতীর্থের বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। তবে সেই শট রুখে দেন তুলুজের গোলরক্ষক। তাতে অবশ্য বিপদমুক্ত হয়নি। ফিরতি বল ডি-বক্সে পেয়েই হেডে কাভানির কাছে পাঠান মিডফিল্ডার রাবিও। সেখান থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্স কাটিয়ে বল জালে পাঠান উরুগুয়ে স্ট্রাইকার কাভানি। আর এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

লিগ ওয়ানের চলতি মৌসুমে এটি কাভানির নবম গোল। এই ম্যাচে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপের আছে ১১টি ও নেইমারের আছে ১০টি গোল।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেই সুযোগ পায়নি তুলুজ। গোল পায়নি পিএসজিও। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থমাস তুখেলের ছাত্ররা।

এ নিয়ে চলতি লিগে টানা ১৪ ম্যাচে জয় তুলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তুলুজ আছে ১৫তম স্থানে। আর ১৪ ম্যাচ খেলে পিএসজির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থেকে (২৭ পয়েন্ট) টেবিলের দুইয়ে আছে ক্লাব লিওঁ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়