শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের -অধ্যাপক আবু আহমেদ

তানজিনা তানিন : অর্থনীতির স্থিরতা ও সচল অবস্থা ধরে রাখতে সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে আস্থা যোগাবে।

তিনি আরও বলেন, বিরোধীদলের ব্যক্তিদের ধর-পাকড়ের মাধ্যমে কোণঠাসা করা বন্ধ করে একটি সমতল ভূমি তৈরি করে দেওয়া উচিত। যা অভিযোগহীন একটি নির্বাচনের সুচিত্র বর্ণিত করবে। সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু নির্বাচনে যে দলই জয়ী হোক এতে সরকারেরই লাভ হবে। বিরোধীদলের কোনো অভিযোগ না থাকলে, তারা কোনো আন্দোলনে না গেলে দেশের পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। ফলে ব্যবসায়ীদের আস্থা বাড়বে ও শঙ্কা কমবে। নানা খাতে বিনিয়োগে উৎসাহী হবেন তারা। যা অর্থনীতির গতি ত্বরান্বিত করার জন্য আবশ্যক।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক আবু আহমেদ বলেন, জনগণ ও বিরোধীদলের নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারের। ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন দেশের মানুষের জন্য এখনও প্রশ্নের। সেখানে বিরোধীদলের কোণঠাসা অবস্থা মানুষের আস্থা নষ্ট করে বলেও মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়