Skip to main content

মৃত্যু

কান্তা আইচ রায়: একদিকে তুমি দাঁড়িয়ে আছো অন্যদিকে আছি আমি, আমাদের মাঝখানে শুধু সময়ের তৈরি একটা দেয়াল। আমি তোমাকে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি কতটা ভয়ঙ্কর তুমি ! তুমি কিন্তু ঠিকই দেখছো আমায় নজরও রাখছো আমার ওপর, শুধু অপেক্ষায় আছো কবে সময়ের দেয়ালটা ভাঙবে। আর তুমি আমাকে আলিঙ্গন করবে কখন আমি ঢলে পড়বো তোমার বুকে আর তখন তুমি বীরের মতো হাসতে হাসতে আমায় নিয়ে চলবে মৃত্যুলোকে।