শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রভাবমুক্ত নির্বাচন কমিশন (ইসি) গঠনের মাধ্যমেই এক মাত্র অর্থবহ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। তবে, নির্বাচন কমিশনের কার্যকলাপ ও আচার আচরণ প্রমাণ করে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে কিনা সংশয় রয়েছে। রোববার একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সিপিবি সহকারী সাধারণ সম্পাদক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আমরা এই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচন কমিশন যদি জনগণের ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম ব্যবস্থা করতে পারে তা হলে দেশে অর্থবহ নির্বাচন হবে। তবে, পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় আছে, তার চেয়ে যদি আরো খারাপ অবস্থা তৈরি না হলে বর্তমান দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে বাম গণতান্ত্রিক জোটের ৭ দফা সরকারকে মেনে নিয়ে তা কার্যকর করতে হবে। আর তা হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভারনা নেই। আমাদের দাবিসমূহ হচ্ছে- নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করা, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও রাজনৈতিক সঙ্কট নিরসন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়