শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট অনিশ্চিত হলেও ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত তামিম

নিজস্ব প্রতিবেদক : টাইগার ওপেনার তামিম ইনজুরির কবলে পড়েছিলেন সেই এশিয়া কাপেই। তারপর, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পুরো সিরিজটাই খেলা হলো না আর তার। তবে তিনি নিজেই ভীষণ আশাবাদি ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরতে পারবেন।

কিন্তু ভাগ্য সহায় হলোনা তামিমের, জিম্বাবুয়ে সিরিজ চলার সময় অনুশীলন করতে গিয়ে আবার পড়লেন সাইড স্ট্রেনের চোটে। যা হওয়ার তাই হলো, ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন দেশসেরা ওপেনার। যার জন্য শুধু চট্টগ্রাম টেস্ট নয়, ৩০ নভেম্বর থেকে শুরু ঢাকা টেস্টেও তামিম খেলতে পারবেন কি না সেটা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।

শনিবার রাতে তামিম জানান, ‘ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারব কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। এখনো আমার খেলার সম্ভাবনা ৫০-৫০।’

ইনজুরি কাটানোর পরও সেভাবে পর্যাপ্ত ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ হয়নি। এছাড়া ওমরাহ করার কারণে কদিন দেশেই ছিলেন না। তাই অনেকেরই প্রশ্ন চট্টগ্রামে যে স্পিনিং ট্র্যাকে খেলা হয়েছে, হয়তো ঢাকার শেরে বাংলার স্টেডিয়ামেও ওমন স্পিন বান্ধব উইকেটেই খেলা হবে। কম প্র্যাকটিসের সুযোগ পাওয়া তামিম এ ধরণের উইকেটে খেলতে নেমে না আবার অস্বস্তিতে পড়েন!

কিন্তু তামিম ওমন ভাবতে নারাজ। তিনি মনে করছে, মাঠে নামলে নিজের সেরাটাই দিতে পারবেন। দেশসেরা এই ওপেনার বলেন, 'উইকেট নিয়ে ভাবছি না। আমার বিশ্বাস ও আস্থা আছে, মাঠে নামতে পারলে নিজের মতোই খেলতে পারব।'

তবে শেষ পর্যন্ত যদি ঢাকা টেস্টে খেলা না-ই হয়, তবে অন্ততপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চান তামিম। দেশসেরা ওপেনার বলেন, ‘আমি ওয়ানডে সিরিজে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত। আমার বিশ্বাস, আমি খেলতে পারব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়