শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার ইমন হত্যাকাণ্ডের পর দু’টি গ্রামের ১৫ পরিবার পুরুষশূন্য!

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইমন হত্যাকাণ্ড নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে দক্ষিণ নন্দনগর ও খাদিমপাড়া এ দুটি গ্রামের ১৫টি পরিবার পুরুষশূন্য হয়ে পড়েছে। সেই সুযোগে একটি চক্র পুরুষশূন্য বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্ঠা চালাচ্ছে।

এদিকে নিহত ইমন কুলাউড়া থানায় ডাকাতিসহ ৩টি মামলার এজহারভুক্ত পলাতক আসামী। এলাকায়ও অনেকটা বেপরোয়া প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলো। ইমন হত্যাকাণ্ড মুলত একটি ক্ষোভের বহি:প্রকাশ। এলাকাবাসী ও থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, খাদিমপাড়া গ্রামের মো. বাতির মিয়ার ছেলে নাসিরুল আলম ইমন একজন বেপরোয়া প্রকৃতির মানুষ। যার বিরুদ্ধে ২০১০ সালে কুলাউড়া থানায় প্রথম মামলা (নং- ০৪, তাং ০২/০৯/১০ইং, ধারা ৫০৬/৪৪৭/৪২৭/ ৪৪৮) দায়ের হয়। এরপর ২০১২ সালে মামলা (নং-১৮, তাং ২৩/০১/২০১২ইং, ধারা ৩৯৫/৩৯৭) এবং চলতি বছর দায়েরকৃত মামলা (নং-২৩, তাং ১২/০৯/২০১৮ইং, ধরা ১৫ (৩) (১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন) চলমান আছে।

ইমন ও তার পরিবারের সাথে একই বাড়ির বাসিন্দা সেলিনা ইয়াসমিন সিপার জমিনিয়ে বিরোধ রয়েছে। সিপার স্বামী কাতার প্রবাসী রিপুল মিয়া। জমিজমা ও খেলা নিয়ে দক্ষিণ নন্দনগর গ্রামের লুৎফুর রহমানের অরুনের সাথে বিরোধ ছিল ইমনের। খাদিমপাড়ার আব্দুল হাসিমের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তাছাড়া ২য় বিয়ে করায় পিতা বাতির মিয়ার সাথে ছেলে ইমনের বিরোধ রয়েছে। তাদের বিরোধ নিয়ে এলাকাবাসীও অতিষ্ঠ। নিজের পিতাকেও একাধিকবার মারধর করেছে ইমন।

ঘটনার দিন ১৬ নভেম্বর এসব বিরোধের জের ধরে ইমন দা নিয়ে আক্রমন চালায় লুৎফুর রহমানের অরুনের উপর। এতে তিনি গুরুতর আহত হন। অরুনের উপর হামলার খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে ইমনের বাড়িতে যান। এসময় ইমন ঘর থেকে দা নিয়ে বেরিয়ে ফের হামলা চালায়। এতে অরুনের ভাতিজা নোমান মিয়া ও চাচাতো ভাই দিপু মিয়া মারাত্মক আহত হন।

এসময় ক্ষুব্দ আত্মীয়-স্বজন ইমনের হাতের দা কেড়ে নিয়ে তাকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে ফেলে যায়। অতিরিক্ত রক্ষক্ষরণে ইমনের মৃত্যু হয়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনার পর ইমনের পিতা বাতির মিয়া ১১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ অরুন, নোমান, দিপু ও সিপাকে আটক করে।

এঘটনার পর থেকে বরমচালের দক্ষিণ নন্দনগর ও খাদিমপাড়া গ্রামের আসামী ও তাদের আত্মীয় স্বজনসহ প্রায় ১৫ পরিবার পুরুষশূন্য। সেই সুযোগে নিহত ইমনের পরিবার ও আত্মীয় স্বজনরা সিপা বেগমের বাড়ির সীমানায় নির্মিত পিলার ভেঙে ফেলে।
বাড়ির মহিলারা অভিযোগ করেন, রাত নামলেই তাদের ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে কে বা কারা। রাতে ভীতির সৃষ্টি করে। এদিকে সিপার ৫ সন্তানকে নিরাপত্তার অভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পুরুষশূন্য বাড়িঘরের নারীরা চরম আতঙ্কে রয়েছেন বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়