শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৬:১৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টেন ক্রিকেটে নর্দান ওয়ারিয়র্সের তাজ্জব!

স্পোর্টস ডেস্ক : মাত্র ৬০ বলে হল ১৮৩ রান। ভাবতে পারেন! টি-টেন ক্রিকেটে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে এমনটা হল। নর্দার্ন ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা এভাবেই হতাশ করে পাঞ্জাবি লেজেন্ডসের বোলারদের। আর ঠিক কতটা ছোট হবে ক্রিকেটের ফরম্যাট। এখন এই প্রশ্নটাই যেন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০ ক্রিকেট। ফরম্যাট যত ছোট হচ্ছে ততই কমছে ক্রিকেট দেখার সময়। সব থেকে ছোট ফরম্যাটের ক্রিকেট এই নিয়ে দুই বছরে গড়াল। দুবাইয়ে আয়োজিত এই টুর্নামেন্ট মানুষ খুব উৎফুল্ল হয়ে দেখতেছে।

টুনার্মেন্টের অষ্টম ম্যাচে ১০ ওভারে নর্দার্ন ওয়ারিয়র্স তুলল ১৮৩ রান। যা কিনা টি-১০ ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। তবে যেভাবে এই টুর্নামেন্ট এগোচ্ছে তাতে কিছুদিনের মধ্যে যে এই রেকর্ডও ভেঙে যেতে পারে, কোনো সন্দেহ নেই । নর্দার্ন ওয়ারিয়র্সে একাধিক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার রয়েছেন। লেন্ড সিমন্স, ডারেন সামি, আন্দ্রে রাসেলের মতো তারকারা যে বিগ-হিটার তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই ক্যারিবিয়ান তারকারাই হইচই ফেলে দিলেন এবার। তাঁরা প্রমাণ করে দিলেন, ক্রিকেটের ছোট ফরম্যাটে তাঁরা হলেন বাঘের মতো।

এই ম্যাচে প্রথম ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান। ২৫ বলে করলেন ৭৭ রান। দশটা ছক্কা ও দুটো বাউন্ডারি। তাকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন সিমন্স। ২১ বলে ৩৬ রান করে। প্রথম উইকেটেই ১০৭ রানের পার্টনারশিপ খেলেন দুজনে। এর পর আন্দ্রে রাসেল নেমে ৯ বলে ৩৮ রান করেন। এর পর পাওয়েল এসে যোগ দেন। তিনি ৫ বলে ২১ রান করেন। ব্যাটিং ঝড় যেন কিছুতেই থামছিল না। আর পাঞ্জাবি লেজেন্ডসের বোলাররা বুঝে উঠতে পারছিলেন না, কোথাও বল ফেলতে হবে! সব মিলিয়ে ২০টা ছক্কা ও দশটা চার মারেন ওয়ারিয়র্স ব্যাটসম্যানরা। ব্যাট করতে নেমে পাঞ্জাবি লেজেন্ডস করে ৮৪/৭। ৯৯ রানে ম্যাচ জেতেন রাসেলরা। রবি বোপারা ১৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়