Skip to main content

স্থানীয় সরকার নির্বাচনে পরাজয়ে দলীয় পদ ছাড়লেন তাইওয়ান প্রেসিডেন্ট

আব্দুর রাজ্জাক: শনিবার তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি হয়েছে। নির্বাচনটি তাইওয়ানের ক্ষমতাসীন স্বাধীনতাকামী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এর জন্য একটি বড় পরীক্ষা ছিল। একই দিনে দেশটির জনগণ গণভোটের মাধ্যমে সমকামী বিবাহের বৈধতার বিষয়টিও প্রত্যাখ্যান করে। নির্বাচনে ক্ষমতাসীন দলের পর্যদুস্ত হওয়ার জেরে দলীয় পদ ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট তাই ইং-ওয়েন। সূত্র: আল-জাজিরা ২০২০ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শনিবারের স্থানীয় সরকারের নির্বাচনটি অতিব তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ দুটি শহরের উভয়ের মেয়র পদ হারানোয় এই রাষ্ট্রটি চীনের চাপমুক্ত হওয়া থেকে অনেক পিছিয়ে গেল। এতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভাল করবে বলে আশাবাদী চীন পন্থী বিরোধীদল কুয়োমিনতাং (কেএমনটি) দল। উল্লেখ্য, দ্বীপটি স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক হওয়ার পরও চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। তাই এখানকার স্থানীয় সরকার নির্বাচনের ওপর তীক্ষè নজর রেখেছে চীন। ২০১৬ সালে তাইওয়ানের স্বাধীনতাকামী তাই ইং-ওয়েন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই চীন অঞ্চলটির ওপর চাপ বৃদ্ধি করে আসছে। দলীয় পদ ছাড়লেও তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন।

অন্যান্য সংবাদ