শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে মান রক্ষা বার্সেলােনার

স্পোর্টস ডেস্ক : আতলেতিকোর মাঠে শনিবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো এরনেস্তো ভালভেরদের দল। গত রাউন্ডে রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছিল বার্সেলোনা।

অধিকাংশ সময় বল দখলে রেখেও আতলেতিকো মাদ্রিদের রক্ষণাত্মক ফুটবলের বিপক্ষে সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। উল্টো গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল লা লিগায় শিরোপাধারীরা। তবে শেষ দিকে উসমান দেম্বেলের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে প্রথমার্ধে বল দখলে একচেটিয়া এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু আতলেতিকোর রক্ষণাত্মক ফুটবলের সামনে কোনো সুবিধাই করতে পারেনি অতিথিরা। বিরতির আগে গোলের উদ্দেশে নেওয়া একমাত্র শটটি ছিল স্বাগতিকদের, সেটা যদিও ছিল লক্ষ্যভ্রষ্ট।

প্রথমার্ধে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা যটে ৪৫তম মিনিটে। কোকের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সের্হি রবের্তো। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি নামেন রাফিনিয়া।

পাল্টা আক্রমণে ৫৯তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় আতলেতিকো। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা অঁতোয়ান গ্রিজমানের কাট ব্যাকে ছোট ডি-বক্সে বলে পা লাগিয়েছিলেন জেরার্দ পিকে। তারপরও সুযোগ ছিল দিয়েগো কস্তার সামনে, কিন্তু পা লাগাতেই পারেননি স্প্যানিশ এই ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে গ্রিজমানের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে হেডে জালে পাঠান কস্তা।

টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়ে যাওয়া বার্সেলোনা ৯০তম মিনিটে পায় কাক্সিক্ষত গোলের দেখা। ডি-বক্সে মেসির পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন ১০ মিনিট আগে আর্থারের বদলি নামা দেম্বেলে। বল গোলমুখে ফরাসি ডিফেন্ডার লুকা এরনদেঁজের পায়ে লেগে জালে জড়ায়।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ১৩ ম্যাচ খেলা আলাভেস। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এস্পানিওল।

দিনের আরেক ম্যাচে এইবারের মাঠে ৩-০ গোলে হারা রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়